রুবাই-৫৫
এই দুনিয়া বন্ধু তোমার ভিন্ন প্রাণে সুর তুলে
সবার হৃদয় দাও বুলিয়ে আমার হৃদয় যাও ভুলে
সুরের কাছে শব্দগুলো অগোচরে বিলীন হলো
প্রতিধ্বনি কাব্য বাজে শূন্য বালুচর কূলে।।
(শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৩ আশ্বিন ১৪২৮, ১০ সফর ১৪৪৩ হিজরী)
রুবাই-৫৬
তোমার আছে শৈলী কেশে আত্মহারা সুর মাতাল
সৌন্দর্যে পরিপাটী লেহেঙ্গাতে রাজ কপাল
কোথায় সাগর সূর্য অস্ত, শীর্ণ নালা জরা গ্রস্ত
একাকীত্বে নির্জনতায় স্বপ্নে কাটে রাত সকাল।।
(শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৩ আশ্বিন ১৪২৮, ১০ সফর ১৪৪৩ হিজরী)