রুবাই-৫১
কর্মজীবীর অগ্নিগিরি ধূমপানে তার আলপনা
সুসজ্জিত শব্দ কথায়, আস্তিনে, ক্যানসার কণা
গণসংগীত, পাণ্ডুলিপি, অলংকারে লালন গীতি
অন্ত্যমিলের, ছন্দে রুবাই, মেঘনা নদীর মূর্ছনা।।
(শনিবার, ০৯ জানুয়ারি ২০২১, ২৫ পৌষ ১৪২৭, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪২ হিজরী)

রুবাই-৫২
আমি অনেক মস্ত সরল, চলতি সাধু পদ মূলে
ভুলেই গ্যাছি ছাত্র ছিলাম, বাবু স্যারের ইশ্‌কুলে
সন্ধি কারক কালের প্রকার, শব্দ সমাস ণত্ববিধান
পরিভাষার পত্রলিপি, ষত্ববিধান বই খুলে।।
(শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২, ২৫ চৈত্র ১৪২৮, ০৬ রমজান ১৪৪৩ হিজরী)


*<আভিধানিক ভাবে আগ্নেয়গিরি অর্থে>
*<আস্তিন, কবিতার পাতা অর্থে>
*<ক্যানসার, এখানে দ্রুত বিস্তার অর্থে>