আত্মার দাবি জীবন কর্মে ঢালো পুণ্যের স্নান
জামে শরাব সাকির লেহ্রি নিশ্চিত অবসান
কেউ বলবেনা কবিতার কথা কর্ম ফুলের ঘ্রাণ
চলবে পৃথিবী বিদায়ে স্বাতীর নিষ্ঠুর প্রস্থান।
(সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০, ২৯ অগ্রহায়ণ ১৪২৭, ২৮ রবিউস সানি ১৪৪২ হিজরী)
<লেহ্রি=ঢেউ, এখানে কর্মব্যস্ততা>
<স্বাতী=জ্যোতিষ>
**<প্রিয় শ্রদ্ধেয় কবি শহীদ খাঁন ১৪ই অক্টোবর তারিখে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। এই ভাবে আমাদেরও যেতে হবে একদিন। প্রিয় কবির আত্মার মাগফেরাত কামনা করে এই কবিতা প্রিয় কবির জন্য উৎসর্গ করছি।>