এই চির সুধা দিয়েছে জবান, আরেকটু দাঁড়াও না সাকি
এই খালি নেশা ক্ষুধার্ত জাম, আর একটু ঢালো না সাকি
রেশমি আঁচল মেহফিল ঢাকা, বান্ধবী নেই নিঃস্ব একা
এই মিছে প্রিয়া স্বপ্ন দেখাবে, কতকাল বলে দাও সাকি।
(বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৯ ভাদ্র ১৪২৭, ১৪ মুহাররম ১৪৪২ হিজরী)