খালি পানশালা এ রাতে নীরবে কাঁদে
সুরা নাই একা সাকি পেয়ালা তফাতে
বিস্ময়ে চেয়ে দেখি আলোতে প্রভাতফেরি
রূপালী শরাব ঝরে শহর গলিতে।।

(শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০, ২১ ভাদ্র ১৪২৭, ১৬ মুহাররম ১৪৪২ হিজরী)