তাকিয়ে আছে আমার নয়ন তোমার আঁখির নীল তীরে
শুকিয়েছে ফুল বর্ষা বকুল সময় নদীর কূল চিরে
বুঝতে পারিনি শেষ হয়ে যাবে সপ্তমী যুগ তার চোখে
অষ্টমী যুগে অন্তর দেখে অন্ধ নজর মুশকিলে।
অথবা এই ভাবে হতে পারেঃ-
তাকিয়ে আছে আমার নয়ন তোমার অশ্রু নীল তীরে
ঝরে গেছে ফুল বর্ষা বকুল সময় নদীর কূল চিরে
বুঝতে পারিনি শেষ হয়ে যাবে, সপ্তম যুগ তার চোখে
অষ্টম যুগে অন্তর দেখে অন্ধ নজর মুশকিলে।
(রোববার, ২০ সেপ্টেম্বর ২০২০, ০৫ আশ্বিন ১৪২৭, ০২ সফর ১৪৪২ হিজরী)
(** আমাদের প্রিয় বিদ্রোহী/মানবতাবাদী/জীবনমুখী কবি আমির হোসেন কোন একদিন মন্তব্যে বলেছিলেন, ওনার নাকি মনটা খসখসে, রসকষহীন। তাই এই বিরহের রুবাইটা ওনাকে উৎসর্গ করলাম। ধন্য আমি, প্রিয় কবির উৎসাহে এই রুবাইটা লিখতে পেরেছি।)