সাগরের নীল পাহাড় ঘুমায় বোবা ক্রান্তীয় বন
নদীর প্রবাহ বৃষ্টির ধারা তোমার সুরেলা মন
সফেন ঝর্ণা গাছের ছায়া শিরদাঁড়া সোজা গুড়ি
অস্থির ঘোলা স্রোতের মাঝে গোধূলির রংতুলি
দুরন্ত মেঘে আছো তুমি মিশে বাষ্পীয় জলযান
মানুষের প্রতিটি পশমে বাঁচে পরমাণু নিষ্প্রাণ
তুমি জান্নাত শান্ত পৃথিবী পূর্ণিমা চাঁদে হুর
উড়ন্ত নীলে আকাশের তিল পরিযায়ী বহুদূর
শরতে তুমি পেঁজা তুলা মালা নীলিমার ভেলা মেঘ
সন্ধ্যা তারা চাঁদের রূপালী শেফালি ফুলের সেজ।
সূর্য অস্তে করুণা ধারা সাগর মোহনা তটে
চন্দ্রগ্রহণ রূপালী চাদর এঁকেছে হৃদয় পটে
গভীর রাতে জ্বলজ্বলে তারা নীহারিকা ধূমকেতু
ভোরের উদয় পূর্বে রাতের দিগন্তে সাদা সেতু
ভাবছে সবাই এতো সাধারণ প্রেয়সী রূপের ছবি
আহা! কত অপরূপে পৃথিবীর বুকে মানুষ হয়েছে কবি।
(শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৩ আশ্বিন ১৪২৭, ২৯ মুহাররম ১৪৪২ হিজরী)