অপূর্ব এশিয়া ঘিরে বিচিত্র সাজের সমাহার
ঠাণ্ডায় সাইবেরিয়া কাঁপে সাগর পাহাড় নীল কক্সবাজার
সূর্যোদয় জাগে সাদা ফুজিয়ামা ব্যস্ত জাপান
এখনো অশ্রু ফেলে হিরোশিমা নাগাসাকি অবিরাম
ইয়ালু নদী কোরিয়া ব্লাদিভস্তক তাইওয়ান
চীন সাগরের বুকে বোর্নিও মালাক্কা ফিলিপাইন
মেকং ইরাবতী ব্যাংকক মালয় সুমাত্রা
নির্জনে ঘেরা বৈকাল ট্রান্স সাইবেরিয়া
হংকং চীন মঙ্গলিয়া গবি মরূদ্যান
নীরব নিসর্গে হাসে রক্ত পিপাসু চেঙ্গিস খান।
আস্তানা ফারগানা সমরখন্দ বুখারা কাস্পিয়ান
হিন্দুকুশ কাবুল নদী পানশির সাজে তেহরান
আমু দরিয়া তীরে তিরমিজ অপাড়ে সিজিস্তান
অপূর্ব গোলাপের ঘ্রাণে কার্পেট রাঙ্গা ইস্ফাহান
দজলা ফোরাত ঘিরে বাগদাদ আছে ব্যাবিলন
আপেল আঙ্গুর ভরা শাম ফিলিস্তিন লেবানন
তুরে সিনিন আল-আকসা মাকদিসে বাইতুল
কত প্রান মর্যাদা ভূলুণ্ঠিত সভ্যতার ভুল।
ইজমির থেকে সাইপ্রাস বলে আস এইখানে
স্বপ্নের আংকারা রঙিন রানী মাঝখানে
শাতিল আরব পারস্যের নীলে বাহারাইন
মাস্কট দুবাই কাতার দেখে আল-আইন
সাবার রানী এডেন সানা ইয়ামান
মক্কা মাদীনায় উজ্জল রশ্মি মহীয়ান।
উদাসী চেনাব নদী কাশ্মীর সিন্ধু ফুলবাগান
ভারত সাগরে শ্রী-লঙ্কা মালদ্বীপ আন্দামান
কাবেরি যমুনা নদী তাজমহল শুভ্র হিমালয়
কাঞ্চনজঙ্ঘা কারাকোরাম মেঘে ঢাকা মেঘালয়
পদ্মা মেঘনা জাফলং সুন্দরবন কর্ণফুলী
দুইশত ছাপ্পান্ন নদী বাংলাদেশের রংতুলি।
(শনিবার, ৩ আগস্ট ২০১৯, ১৯ শ্রাবণ ১৪২৬, ১ জিলহজ ১৪৪০)