ঢেকে গেছে চাঁদ কেড়ে নিল শ্বাস নিশি রাঙ্গা কালো রাত
বৈশাখী হাওয়া নেই কোন কথা হঠাত বজ্রপাত
চমকায় ক্ষণে গুড় গুড় করে এক দুই তিন সাত
শুরু হলো ঝড় বিটপির শাখে মুষ্ঠিবদ্ধ হাত
মিষ্টি হাসির স্মিত ঠোঁটে মুক্তা ঝরানো দাঁত
মৃদু কুন্তল কল্প কথার চাঁদনি জলপ্রপাত।
মায়া ভরা রেশে কথামালা শেষে রুপালি রাতের সুর
কালের কপাটে নিরালায় স্মৃতি যাযাবর বহুদূর।।
(শুক্রবার, ১২ জুলাই ২০১৯, ২৮ আষাঢ় ১৪২৬, ০৮ জিলকদ ১৪৪০)