হীরক রাজার বালক পেয়াদা
কলার চর্ম দেখে না
বৈশাখ মাসে জাম্পার গায়ে
স্যার বলে মুখে ফেনা।
আরামবাগে ফুটবল খেলে
ভাবখানা লা-লীগা
হামবড়া ভেবে সেভেনআপ খায়
বোকারাম খেলে খেলা।
জাতে নওকর ভাবে লস্কর
গুজবে পদোন্নতি
পোশাকের ভারে লোকে হেসে কাত
খুনসুটি ভীমরতি।
কৃত্রিম জাল তেল সংগ্রহে
প্যাকেট সূর্যমুখী
পেটমোটা রাজা বিজ্ঞাপনে
তেল বাজ দুর্নীতি।
(সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০, ১৩ পৌষ ১৪২৭, ১২ জামাদিউল আউয়াল ১৪৪২ হিজরী)