কেউ কি চেয়েছে আঙুলের ফাঁকে মেহেদি রাঙ্গানো হাত
স্নিন্ধভরা মোলায়েম সুখে শরতের সুপ্রভাত
চেয়েছে কখনো অসীমের রঙে শাড়ির আঁচলে নীল
মুগ্ধ হাসিতে মুক্তা ঝরানো শুভ্রতা অনাবিল।

সাজানো দৃষ্টি অনুরাগ মাখা অন্তহীনের রাত
স্নিন্ধভরা মোলায়েম সুখে শরতের সুপ্রভাত
এতটুকু চাওয়া কারো ডানা ছুঁয়ে চাঁদনী মাখানো ভোর
অবিশ্বাস্য শ্রাবণের সুরে নিঃশ্বাসি অনাদর।

এমনি করেই উড়ে চলে গেছে দূর থেকে বহুদূর
তাকানোর মাঝে দেয়ালটা ছিলো কুৎসিত নিষ্ঠুর
একাকী রাত্রি নিকষ কাল অন্ধকারের মেঘ
গ্রাস করে নিল চাঁদনী রাতের অনুরাগ সুমধুর।

শয্যা সুখের গন্ধে হৃদয় ভরে থাকে সীমাহীন
আকাশের তিল চিলের কান্না শুনবে না কোনদিন ।


(বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯, ০২ জ্যৈষ্ঠ ১৪২৬, ১০ রমজান ১৪৪০)