আমরা কিছু দূরবীন খুলে দেখি
মুক্ত আকাশে ডিগবাজি খাওয়া ঘুড়ি
দৃষ্টি মঞ্চে সোনালী ধানের শীষ
ভ্রু কুঞ্চিত জ্বলন্ত ঘোলা চোখ
ফুটপাত যারা বানিয়েছে বিছানা
ক্ষুধার রাজ্যে চিকন কোমর পেট
কর্ম ক্লান্ত অসহায় শ্রমজীবী
কেতাদুরস্ত কঙ্কাল মার্কেট।

নদীমাতৃক যুদ্ধ বাংলাদেশ
বোমার আওয়াজ তপ্ত অলংকার
লক্ষ কোটি সন্তান জনতার
উদ্বাস্তু খাদ্যের দরকার।

মেঘাচ্ছন্ন আসাদ গেটের পাশে
উনসত্তরে মুষ্টিবদ্ধ হাত
আগুন ঝরা অন্যায় প্রতিবাদ
রাইফেলে বাঁধা চকচকে ইস্পাত।

সালাম রফিক দুর্বার জব্বার
রক্ত মিছিল বাংলা ভাষার দাবী
ছাত্র যুবা বিদীর্ণ গোলাগুলি
শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি।

কাব্য রেখায় প্রবাহিত নীল নদী
হৃদয় গভীর আয়নায় নিরবধি।।

(২৪ আগস্ট ২০২০, ০৯ ভাদ্র ১৪২৭, ০৪ মুহাররম ১৪৪২ হিজরী)