আমরা বিনয়ী কবি
করিনা কোন উচ্চারনে হুংকার বিভীষণ
বিনয় মালা অলংকারে নিবিষ্ট সারাক্ষণ
কত কবিতা গিয়েছে গত নিঃস্পৃহ ধরা ধামে
কত কবিগণ হারিয়ে গেছে নিন্দুক বদনামে;
আমরা বিনয়ী কবি
কবির শেকড় বাংলা থেকে ডী নদী উদ্যানে
সুরমা থেকে গঙ্গা সিন্ধু আমু দরিয়ার তীরে
কাবুল দজলা উরদুন নীল গোয়াদেল কুইভারে
ভল্গা ইয়ালু লাপ্লাটা বুকে রেখেছি নম্র শিরে
রাখেনি কবিরা আবৃত করে আকুঁচিত সংগীতে
করেছে তপ্ত লাভা নিগড়িত পাথর শক্ত ভীতে;
আমরা বিনয়ী কবি
আকাশের সীমা দেখিনা শীর্ণ জানালার চৌকাঠে
দেখি বিস্তৃত চির উন্নত বাংলার চিম্বুকে
দুনিয়া কবির কবি দুনিয়ার সাগরের মাস্তুল
প্রতি কবিতায় শঙ্কিত থাকে অনুসংকরে ভূল;
তাই তো বিনয়ী কবি
বিশাল ভূমি নশ্বর প্রভূ দিয়েছেন অভিমান
একচোখে কবি রুদ্ধ করেনা কবিদের সম্মান।
(মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০, ১৪ পৌষ ১৪২৭, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪২ হিজরী)