দুচোখ দেখেনি পর্বত মালা সবুজ বনানী বৃক্ষ
সাগর ঝরনা স্বচ্ছ কাঁচের শীতল করুণা সিক্ত
রুপালী গ্রহের তারকাখচিত রাতের চাদরাবৃত
সোনালী শুভ্র রাঙানো রক্তে আলোকিত উদ্দীপ্ত
ভোরের বাতাসে দোয়েল পাখির মিষ্টি সুরেলা চিত্ত
চার দেয়ালের সিঁড়িতেই বুঝি কর্ম জীবনাবৃত্ত্য;
আকাশ বলেছে কতকাল তুমি কাঁদো না বর্ষা রিক্ত
ধুয়ে মুছে সাফ দাফন কর পৃথিবীর শেষকৃত্য
রাজপথে নাচে গৃধ্নু আত্মা সদা সাবলীল নিত্য
সূর্য ডুবেছে আঁধার গিলেছে নির্মোহ অস্তিত্ব
শান্তির ধারা সংসার মায়া মরীচিকা নির্লিপ্ত
মুসাফির মালা চূর্ণ করেছে সজ্জিত মন ভৃত্য;
অধ্যবসায়ী আত্মা মাঝারে পরমাণু নাচে নৃত্য
সফেন অরুণ ঊর্মি শেকড়ে স্বাধীনতা নেতৃত্ব।
(বুধবার, ০৩ মার্চ ২০২১, ১৮ ফাল্গুন ১৪২৭, ১৮ রজব ১৪৪২ হিজরী)