অনেক ভেবেছি, কি নেই প্রিয়তমা
অন্যরকম, হাসির সবুজ বন
ড্রয়িংরুমের, নাব্য শীতল হাওয়া
মেধাবী কথার শব্দে কবিতা প্রাণ
সুন্দর কালো, চুলের আগামীকাল
চোখের, পাপড়ি নিংড়ানো অভিমানে;
সুরু রাজপথে হেঁটে চলা গতিময়
যারা গাছ হয়ে জন্মে দিয়েছে ছায়া
দোয়েল পাখির ভায়োলিন মূর্ছনা
ফুলের, রেশমি মৌমিতা উপহার
চাঁদের আলো সুগন্ধ সংহারে;
কখনো, কালের ভৃত্যে মূলের ধারা
চিৎকার করে, জন্মে বিংশ সালে
ঘর বেঁধে ছিলো, ছত্রাকে ভাইরাস
মোমের বাতি আলোয়ান পিঞ্জরে;
সূর্যের আলো, তোমারই থেকে যাক
পূর্ণিমা জ্যোতি অক্ষ অলংকারে
ইস্পাতে, গড়া কাঁচের মুকুট চূড়া
প্রদীপের নিভু মহল আবিস্কারে;
কুচকাওয়াজে সৈনিক অভিযান
চটি স্যাণ্ডেল, পিষে দেয় বালু কণা
তোমার, আলতা নূপুর বৃত্তে ছাপ
ধুলোবালিতেই সান্ত্বনা খুঁজে তার
গন্ধ বিহীন সঞ্চিত উত্তাপে;
সড়কে, গতির যান্ত্রিক সভ্যতা
চিন্তার ভাঁজে ক্ষুধার্ত ব্ল্যাকহোল
বন্দী করেছে বিপরীত প্রতিবাদ
ইতিহাস খোঁজে কসমিক অভিধানে
অনেক ভেবেছি, কি নেই প্রিয়তমা
রেশমি হৃদয় ব্যাবিলন উদ্যানে!!
(মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী)