বলেছিলে খর দুপুর রোদে
নিশীথ রাতের তারার গল্পে
যেটুকু আমায় দেখ;
শ্রাবণ বৃষ্টি বর্ষা শব্দে
কাল বৈশাখী ঝড়ো ঝঞ্ঝাটে
যতটা আমায় শোন;
বিরহ শূন্য ধমনী প্রান্তে
নিওন শুভ্র ঝলমলে পীচে
সেখানে আমাকে পাবেনা;
সাগর নীলিমা বিষণ্ণ দ্বীপে
নদীর সংগম বালুচর নীড়ে
লুকিয়ে রয়েছি নিজেতে;
ছিন্ন গোলাপ স্বপ্ন শেকড়ে
ফুলের সুঘ্রাণ সবুজ বাগানে
আমার অব্যক্ত সত্ত্বায়;
সূর্য অস্ত সন্ধ্যা গোধূলি
কুয়াশায় মোড়া গাঁয়ের আদরে
অনিন্দ্য গালিচায়;
(শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০, ১১ পৌষ ১৪২৭, ১০ জামাদিউল আউয়াল ১৪৪২ হিজরী)
<স্বর্গীয় অনিন্দ্য রমণীয় গুন গুন শব্দে গাইলো চার লাইনের অব্যক্ত কথা
(হালহকীকত/স্ট্যাটাস। আর বেশরম কলম লিখে দিলো দুইটি কবিতা!>