পূর্ণিমা চাঁদ যদি প্রজাপতি হয়
যেটুকু আমায় দেখ সেই দেখা নয়
মৌমাছি গুন গুন ফুলে পরিচয়
যতটা আমায় শোন ভুলে নিশ্চয়
এখন সন্ধ্যা বেলা স্মৃতি অক্ষয়
সেখানে আমার দেখা পাবে পরিণয়
রাতের শুভ্র তারা অশ্রু হৃদয়
লুকিয়ে রয়েছি নিজেতে বিস্ময়
অনিন্দ্য ঝরনায় বাকি সঞ্চয়
আমার অব্যক্ত কিছু কথা বিনিময়।
(শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০, ১১ পৌষ ১৪২৭, ১০ জামাদিউল আউয়াল ১৪৪২ হিজরী)
<স্বর্গীয় অনিন্দ্য রমণী গুনগুন শব্দে গাইলো চার লাইনের অব্যক্ত কথা
(হালহকীকত/স্ট্যাটাস। আর বেশরম কলম লিখে দিলো দুইটি কবিতা!>