হ্যালো প্রিয় শান্ত ম্যাডাম
আছেন আপনি জেগে
রজনীগন্ধা বকুল চাঁপার
মাতাল সুঘ্রাণ মেখে
জানেন আপনি আজ পূর্ণিমা
জ্যোৎস্না নিচ্ছে স্নান
অবাক চোখে তাকিয়ে আমি
বিস্ময়ি অম্লান
জানেন ম্যাডাম এই পৃথিবীর
রাতের পাখির দল
একাকী বা সদলবলে
উড়ছে অবিরাম
আমরা দীপ্ত খোলা চোখে
তাদের নাই বা দেখি
তাদের নীরব ভালবাসায়
ঘুমায় ধরিত্রী
একটু আসেন আমার ম্যাডাম
নিঃশ্বাসে নেই ঘ্রাণ
আমার আপনি সবার বুকে
জমাট অভিমান
আজকে এখন নাই বা নিলাম
অভিমানের বোঝা
আমার আপনি সবার জন্য
চিন্তা সরল সোজা
উড়বো রাতে ম্যাডাম আমার
সাগর সিন্ধু পানি
উজাড় করে করবো ভ্রমণ
ম্যাডাম অভিমানী !!
(শুক্রবার, ১২ জুন ২০২০, ২৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৯ শাওয়াল ১৪৪১)