হে মানুষ
নোংরা শকুন স্বভাবে যার পচা মৃত লাশ
হিংস্র হায়না উল্লাসে খায় জীবন্ত বিশ্বাস।
কুচক্রী সাপ ফণা তুলে ছোবল মারে পিছে
ধূর্ত কুমির লুকায় দেহ স্বচ্ছ পানির নীচে
হে মানুষ
ঈগল দেয় না প্রতারণা মিথ্যা প্রশিক্ষণ
ঈগল ছানার মাথায় ঘুরে সাতটি রাজার ধন
হায় পৃথিবীর মানব সমাজ বন্যা তরণী
ছোট্ট কথা ছোট্ট শব্দ মৃতের সঞ্জীবনী
অন্ধ চোখে রুপালী কাঁচ নূর নয়না হুর
বাস্তবতায় কর্ম ক্লান্ত নোংরা আস্তাকুড়।
(বৃহস্পতিবার, ১১ জুন ২০২০, ২৮ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৮ শাওয়াল ১৪৪১)