কোথায় রেখেছি হৃদয় বিবেক, সভ্যতা সম্মান
অস্তাচলে ডুবেছে সোহাগ, ভালোবাসা অভিমান
বাচ্চা শিশুরা কেঁদে হয়রান
চারদিকে লাল রক্তের বান
আকাশে উড়ছে জংগি শকুন, ভীরু এফ সিক্সটিন
তোমার মেহেদি রাঙ্গানো রক্তে, রেঙেছে ফিলিস্তিন;
কেন জাগেনি মর্মে জেহাদ জাগ্রত জনতার
ঘুমন্ত মনে বাংলা মায়ের বেঙ্গল টাইগার
বিশাল দাড়ি টুপিতে তারা
জান্নাত খুঁজে জিহাদ ছাড়া
লম্বা জুব্বা পোশাকে লুকায় ঈমানের পাঠশালা
প্রতিবাদে মত্ত মুসলমানের অন্তরে মারে তালা;
নিন্দা করে ফিলিস্তিনির এ কোন মুসলমান
ফতোয়া মারে দাওয়াত খেয়ে মোটা মুরগির রান
দাঁড়ি টুপি নাই তাই ইসরাইল
এই হেতু দিয়ে মারছে মিসাইল
মূর্খ মার্কা ফতোয়া মারে মোল্লারা এই দেশে
পীর মুরিদী আহলে হাদিস ধর্ম ব্যবসা বেশে;
মোল্লা জানেনা ঈমান বৃক্ষ তরতরে বাড়ে বুকে
ওয়াদা রিকাক সাকিনা হৃদয়ে, বাজে রন সঙ্গীতে
মোল্লারা তাই ব্যস্ত কিতাবে
কাপুরুষ ঘিলু ঢাকছে নেকাবে
তাদের নফসে্ দিয়েছেন প্রভু নিফাকের সীলগালা
বধির অন্ধ প্রাচীন কিতাবে হিংসার কারবালা;
কোরআন হাদিস গবেষণা নাকি, শুধু মোল্লার কাজ
আমরা অতীব নালায়েক জীব, ইংরেজ বাকোয়াজ
শুনে রাখ সব বাংলার কবি
কাঠ মোল্লারা শুধু মৌ লোভী
মোল্লারা নয়, জিন্স প্যান্ট পরা যুবকেরাই আজ বীর
বিশ্ব কে তারা বানাবে সাজিয়ে, মানবতা শান্তির;
আস যুবকেরা মৌলোভী রেখে, এসো শান্তির নীড়ে
দু একটা ভুলে, আল্লাহ্ তোমার ঈমান নেবে না কেড়ে
জেগে উঠ ঝেড়ে দাও তাক্ভীর
চির উন্নত শান্তিতে বীর
তোমরা ঝাণ্ডা নিশান উড়াও মঞ্জিল মকসুদে
অশ্রু ঝরানো ফিলিস্তিনের বেইতুল্ মাকদিসে।।
(সোমবার, ১৭ মে ২০২১, ০৩ জৈষ্ঠ্য ১৪২৮, ০৪ শাওয়াল ১৪৪২ হিজরী)