বিষণ্ণ গ্রহ সন্ধান করে খুঁজে নিয়ে ছায়াপথ
অজানা কথার চিত্রকরে ঝরেছে পাণ্ডুলিপি
অনিকেত আলো, বিভাজনে চাঁদ মোহিত আলিঙ্গন
হামাগুড়ি খেয়ে পৌঁছে গেছে ঈগলের চাহনিতে
রেখে গেছে ফুল পাপড়িতে তার, অদ্ভুত শিহরণ
আলোকিত তারা অবিচল রয় দীপ্ত আকর্ষণে;
কারাগারে রাত, বাতাসের গতি অন্তিম নিঃশ্বাস
পাখিরা যেমন থমকে দাঁড়ায় খাদ্যের সন্ধানে
নির্জন পানি, প্রবাহের মত বিবাগী ধুম্রজাল
মোলায়েম ছোঁয়া স্মৃতিময় করে রুপালি অন্ধকারে
আদুরে বরফ বজ্র কণিকা অনুভূতি আবহাওয়া
পেঁজা তুলা মেঘ, সাদা কুয়াশারা নিশ্চুপ ব্যবধানে;
রেশমের গীতিকবিতা নরম, ডানা ঝাপটানো পাখি
দিনের প্রবাহে নিত্য সকালে এই চিলেকোঠা ঘর
ভেসে গেছে ঝরা পাতা মর্মরে, আলোকিত জানালায়
অবাক দৃষ্টি মহিমান্বিত আসক্ত চর্বণে
পাহাড়ের ভাঁজে গোলাপের হাসি চিন্ময় অবিরাম
অথৈ সাগরে চিন্তার বাঁকে শুভ্র কারাকোরাম;
রজনীগন্ধা আঁচল কন্যা অনামিকা জ্যোৎস্নায়
বাতাসের কথা শিরোনামহীন ফোঁটা ফোঁটা সঞ্চয়ে।
(শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ২৯ মাঘ ১৪২৮, ১০ রজব ১৪৪৩ হিজরী)