ছুঁড়েছি কবিতা দুরন্ত তির
তার নেই কোন লাজ!
গোমড়া মুখে করছে মাতম
যে আছে মাথার তাজ?
এ দুনিয়া বড় আজব বাগান
এর শোভা নাশপাতি
যার উৎসাহে কবিতার চাষী
সীল মারে কুখ্যাতি;
সম্মান দিয়ে হৃদয় দিয়েছি
দিয়েছিনু বুকপেতে
অবুঝের মত পিষ্ট করেছো
হলদে সরিষা ক্ষেতে;
কবি যদি হই এখনো আছি
নদী সংগম কূলে
অতঃপর তুমি ছিনিয়ে নিয়েছ
মাথার মুকুট ভূলে;
কবিতার ভাষা সর্বনাশা
কটাক্ষ ভরা বুলি!
রবে না আদতে কবিতার মান
সম্মান রঙ তুলি;
এখনো তুমি সেখানেই আছ
আবেগেই ব্যর্থতা
বুক দিয়ে মোরা দেখাই না পিঠ
অন্তরই শেষ কথা;
কার ভালোবাসা কোন বন্দরে
নিজেই করো না ঠিক
তোতাপাখি ঘড়ি দেয়ালেই বাজে
অবিরাম টিক টিক।

(মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০, ১৪ পৌষ ১৪২৭, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪২ হিজরী)