পাশাপাশি তুমি বসে আছি আমি সবুজের গালিচায়।
ভালবাসা মাখা সময় প্রিয়া ওজন করতে চায়।
কি ভাবে করবে, অনুরাগের এই বিস্তৃত পরিমাপ?
ঠিক আছে, কর, আমার মাথায়
সুতীব্র প্রতিঘাত
করবে? কর, চূর্ণ কর, তোমার বাসর রাত।
মারবে? মার, আঘাত আমার হাতে
বন্ধ করবে? তোমার জন্য
কবিতার প্রেমালাপ?
করবে আঘাত পিঠে? ওহ হো,
কাপুরুষ নই, পিঠের আঘাত
মানবো না কোনমতে।
ভাবছো, পায়ে করবে আঘাত
হাল্কা একটুখানি
অঝোর ধারায় আমার চোখে, দেখবে ব্যথার পানি।
চোখের আলো কেড়ে নিয়ে সব অন্ধ করবে, তাই?
না না চোখের আলোয়
তোমার কৃষ্ণ, কাজল দেখতে পাই।
করছো না কেন, আঘাত আমার, খাই খাই ভরা পেটে?
সজোরে মার নিখুঁত নিশানা একদম নির্ভয়
উদর ভরাতে মানুষ বাঁচে ভালোবাসা অভিনয়।
(বৃহস্পতিবার, ২২ মে ১৯৯৭, ০৮ জ্যৈষ্ঠ ১৪০৪, ১৫ মোহররম ১৪১৮)