যেতে হবে বহুদূর রুগ্ন মাটির পথে দুই পাশে ধানক্ষেত পাখিদের মুখরিত গান
নিবিড় বিছানা পাতা নীরব কক্ষে বোনা চির আনন্দময় সুঁই সুতা গোলাপ বাগান
আয়নার মত পানি কচু পাতার ফোঁটা পূর্ণিমা গোল টিপ লাল ইট মাথায় সিতান
কারিগর পরিবেশ প্রতি ভাঁজে নির্মাণ প্রশান্তি অবিরাম মুক্ত মালার গাঁথা দান;
গ্রাম্য কানের দুল ঝুমকা পাতায় ঘেরা উন্নত বাংলার চিন্ময় বৃক্ষ কাঁঠাল
জমিদার বুনে গেছে সর্ষে হলুদ ফুল দুই চোখে বরেন্দ্র আঁকাবাঁকা মৃত্তিকা লাল
আস্ত গরুর ছানা সাদা কালো পত্রিকা কচুরিপানায় তারা বাসা বাঁধে ডাহুকের পাল
বিদায় অশ্রুপাতে কৃষক জমির মায়া বিক্ষুব্ধ সঙ্গমে সীমান্তে অস্ত্র সামাল;

হেলিকপ্টার ধায় খুনরাঙ্গা গোধূলি হত্যা করেছে শিশু তকমা দিয়েছে মেরে সিল
গ্রামের গোষ্ঠী জ্ঞাতি লাশ আর কঙ্কালে রক্তের প্রতিশোধ দাঙ্গায় জঙ্গি মিছিল
হৃদয়ে প্রশ্ন জাগে আর কতকাল খাবে শকুনির সংসারে জন্মে হিংস্র দুরাচার
আমাদের স্বাধীনতা পশুর কসাইখানা আহাজারি উল্লাসে রিক্ত অশ্রু ফোঁটা তার
জালিমের রসনায় বিষ মাখা হুইসাল ফেলানির কাঁটাতার মুক্ত আকাশে গাঙ্গচিল
শংকা হৃদয়ে কাঁপে শব্দ জিবের ফাঁকে বসে থাকা জিন্দানে এই দিনে বড় মুশকিল।।
(বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২, ১১ কার্তিক ১৪২৯, ৩০ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী)