বিবেকের ডানা ক্রমে দানবের মত
ক্ষমা চাই দম্ভ তোমার কাছে
জানোয়ার হয়ে বাঁচি তাওতো ভালো
মিনতি অক্টোপাসে ছলনা আবার।
কেন এসেছো তুমি নীল গালিচায়
বিদ্যুৎ শয়তান এ্যাপাচি খুনি
বিষবৃক্ষ ধারালো ছুরির ফলা
বেলা শেষে ধরেছো শুভ্র আকার।
অহংকারে করেছো দেহটা কলুষ
অনুভূতি বিষাক্ত হয়েছে বেহুঁশ
বিবস্ত্র শামুকের ধীর গতিতে
কুয়ার ব্যাঙ ফুলে হয়েছো ঢাউস।
কণ্টক যন্ত্রণা শজারু কাঁটা
প্রজ্ঞা বিবেক জ্ঞান ধমনী দেহ
শক্ত সুতার প্যাঁচে দুর্গ প্রাচীর
করেছো উত্থান তুমি নত প্রবাহ।
আত্মগর্বে পুড়েছো সত্য দাবি
মরুর ভূমিতে ধীবরের বসবাস
উপসংহারে বোবা অন্ধ কালা
মিথ্যা ভেরীতে বাকি সব ক্রীতদাস।
অহংকার শুধু তারই শোভা পায়
গড়েছেন পৃথিবী শ্যামল সীমানায়
আত্মহত্যা করো নিজ সঙ্গিনে
চোখ বুজে রক্ষিত কালো বিছানায়।
(মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০, ৩০ অগ্রহায়ণ ১৪২৭, ২৯ রবিউস সানি ১৪৪২ হিজরী)