নিঝুম হাওয়া মেঘের ঘ্রাণে সিক্ত আকাশ রাত
নরম হাতের স্পর্শে আনে অঝোর বৃষ্টিপাত
মানুষ ঘুমে নিশি বিশ্রামে ঢেকেছে দৃষ্টিপাত
মেঘের কান্না প্রকৃতির সাথী মায়ার জলপ্রপাত
অপূর্ব সুর মূর্ছনা মাখা ঝরানো আশীর্বাদ
করুণ শব্দে কলতান করে পৃথিবী আর্তনাদ।।
শুরু হবে সাদা আলোর দিশারী পূর্ব আকাশ নীল
ভুলে যাবে দেয়া প্রকৃতির দান অব্যর্থ অনাবিল
প্রতিযোগিতার প্রতি সংঘাতে প্রযুক্তি মুশকিল
ক্ষুধার আঘাতে কবরে ঘুমায় প্রেমের নীল পাঁচিল।।
(বুধবার, ১০ জুন ২০২০, ২৭ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৭ শাওয়াল ১৪৪১)