মানব সমাজ বিছানো কাঁটা জঙ্গল
বিচার আচারে ছায়া ধোঁকা নির্মল
বিকট শব্দ রণ ঝড়ো কোলাহল
নীরস মমতা খর রাজ বাহুবল
গলিত গন্ধ ঘ্রাণে সবুজ শ্যামল
নোংরা পানিতে প্রিয় তাজমহল
বিপন্ন কারুকাজ সীমানা অতল
পাষাণ বৃষ্টি ঝরে অশ্রু সজল
দূষিত অন্ন আশা ডাস্টবিনে ফল
নিশ্চুপ কারাগারে মৃত্যু সচল
শান্ত খুনির ছবি শয্যা কোমল
লুটেরা দস্যু হাসে ক্ষুধিত সবল
মৃত তৃণভূমি নরকে নাচে উচ্ছল
সাগর শুকিয়ে ঝরে একফোঁটা জল।।
(মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০, ২৫ কার্তিক ১৪২৭, ২৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী)