অদম্য সাহসী একজন,
কন্ঠে তাহার আগুন ঝরানো কবিতা,
বুকে যেন নেই ভয়,
মনে সংগ্রামী চেতনা ।
চোখে তার অসীম স্বপ্ন,
হাতে জাতি রাঙানোর আলপনা।
নির্ভীক দুর্বার সুঠামদেহী,
এক গর্বিত বাঙালি।
প্রতিপদে যার সংগ্রাম জড়িয়ে
রক্তের বিন্দুতে বিন্দুতে দেশ প্রেম
যার দেশের জন্য উদার মন ,
সেইতো দেশমাতৃকার আপনজন
যাকে দেখলেই মনে আসে শান্তি
বুকে আসে সাহস
যার কাছে ছিল না কোনো অস্ত্র
ছিল কিছু মুক্তি পাগল সপ্ন
যার মুখে প্রথম ছিল
স্বাধীন নামক দেশ
স্বাধীনতার যে রূপকার
তিনি মানেই বাংলাদেশ
সেই কৈশোর থেকে আন্দোলন শুরু তার
সব আন্দোলনে তিনি ছিলেন উপরে সবার
তিনি ছিলেন বাংলার সংগ্রামী সন্তান
বিশ্বের কাছে অর্জন করেছেন খ্যাতিমান
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সেই দেশ ভাগ হতে একাত্তরের যুদ্ধ
সাহসের সাথে মোকাবেলা করে রুখত
তার সংগ্রামী কণ্ঠ দিয়েছে স্বাধীনতার প্রেরণা
তাকে বিশ্ববাসী কখনো ভুলতে পারবে না
তার আত্মবিশ্বাস
মনে দেয় মোদের বাঁচার আশ্বাস
তার মুখের মধুর বাণী
শীতল করে বাংলার অতৃপ্ত হৃদয় খানি
তিনি জীবন দিয়েছেন ঘাতকের হাতে
তবুও মাথা নত করেন নাই অন্যায়ের কাছে
তিনি ছিলেন বাংলার অহংকার
সারা জীবন দেশের জন্য করেছে চিৎকার
তার ডাকে আন্দোলন করেছে জনতা
বিনিময় বাঙালিরা পেয়েছে স্বাধীনতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর অবদান,
স্বাধীন বাংলাদেশে তিনি মোদের করেছেন দান।।