যখন নামিবে আঁধার,
                       কৃষ্ণচূড়ার ডালে।
হবে হয়তো কোন কৃষ্ণপক্ষ,
                        চাঁদ রবে লুকায়ে।
নিকষ কালো গ্রাস করবে,গিলে ফেলবে
                       মাঠ,ঘাঁট,বন,টিনের চাল আর আকাশকে।


ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে, কানের পর্দায় বাজনা বাজবে
                 অন্ধকার চারপাশ, কেউ নেই, তবু তারা রবে!
আধারের বিরুদ্ধে বিদ্রোহ তার!
                 আধারকে সে ভালবেসেছে কবে?
যখন নামিবে আঁধার, জোনাকির সময় তো আলো জ্বালাবার।
                  তারারা পুড়বে ঈর্ষায় , মেঘে ঢাকা আকাশ
জোনাকীরা! একা লড়ে যাবে।



তুমি আর আমি,আলো নেই,
নামিছে নিকষ আঁধার,
তবুও বৃষ্টি, মেঘ গিলেছে যাদের
হত যদি জোৎস্না, তবে হতো তা আমাদের।
নেই তাতে কি, তবুও হাতে আনবো আমি
একমুঠো ভরে সবুজ জোৎস্নার আলো।
তবু তারা হারেনি, মাঠ তারা ছাড়েনি,
সবাই হারিয়ে গেলেও তারা আমাদের প্রতীক্ষায়।
যতই নামুক আধার, তারা আলো জ্বেলে যায়।