(মাননীয়া মন্ত্রীপ্রধানাকে)


ভাবতে আমার ভাল লাগে
দেশটা ডিজিটাল;
কম্পিউটার মোর আসবে বাড়ি
আজ নাহলে কাল !

    চাষ করি চল ডিজিটালে
    বাস করি চল ডিজিটালে
    সুর করি চল ডিজিটালে
    গান করি চল ডিজিটালে

        ডিজিটালে তথ্য নদীর
        ধরি চলো  হাল!

ডিজিটালে চিন্তা-চেতন
দ্রুত মুক্তি পাক;
ডিজিটালের নেটওয়ার্কে
বাংলা ছেয়ে যাক!

    শিক্ষা কর ডিজিটালে
    চাকরি ধর ডিজিটালে
    আশা গড়াও ডিজিটালে
    পূরণ কর ডিজিটালে

        ডিজিটালে স্বপ্ন এঁকে
        বাড়াও গতি-তাল।