সেটের হিসাব মাথা ঘামায়
অন্বয়-ফাংশন বুঝিনি;
বদমাশ-এর নিয়ম মেনে
সরল করাও শিখিনি!

   হয়নি সূচক-লগারিদম
   হয়নি খোলা বাক্য
   সমীকরণ জোট বুঝিনা
   যম যে লেখচিত্র

      গণিত বিদের পাগরি দোলাই
      বাস্তব কী চিনিনি!

'সারকলে' ভাই মন বসেনা
ত্রিভুজ হয়ে রই;
স্কেলার নাকি ভেক্টর আমি
কার কাছে যে কই!

   সম্ভাবনার দুয়ার বন্ধ
   বিস্তৃতি নাই মোটে
   উপপাদ্যে হয়না ছন্দ
   অতিভুজ দূর ঘটে
  
      পরিবৃত্তের অধিকৃতি
      ক্ষেত্রফলেও আসেনি!

বহুপদীর ব্যাবচ্ছেদে
প্যাসকেলে নাই ঋণ;
সরল রেখার ঢাল্ও আমার
ডোমেন ও রেঞ্জহীন!

   অনুপাতের পাত বুঝিনা
   সমান করা সারা
   ক্রম-অনুক্রম ধার-ধারিনা
   কিসের সান্ত ধারা

      কোন্ সেটে যায় সেট হব তাই
      হিসাব টানতে পারিনি!