বাবাই তো ওই ভালোবাসা
সবটা দিয়ে আগলে রাখা,
বাবাই তো ওই কষ্ট গুলি
নিজের বুকে সবটা লেখা।
বাবাই তো ওই কান্না চোখে
ম্লান মুখের হাসি,
বাবাই তো ওই বকুনি শেষে
জড়িয়ে বলা ভালোবাসি।
বাবাই তো ওই অন্ধকারের
জ্বলন্ত এক বাতি,
বাবাই তো ওই পথ হারালে
পথ দেখানো সাথি।