একটা ভুল ট্রেনের টিকেট কেঁটে,
যাত্রা শুরু করে ছিলাম আমি।
মাঝ পথে গিয়ে আমি বুঝতে পারি,
এতো এক ভুল ট্রেনের টিকেট।
এ ট্রেনে তো পৌঁছাতে পারবনা,
আমি আমার সঠিক স্টেশনে,
মাঝ পথেই এখনি নামতে হবে আমাকে।
কিন্তু ঐ ট্রেন মাঝপথে কেন জানি,
দেয়নি কোন যাত্রা বিরতি,
আমি তাই নামতে পারিনি মাঝপথে।
তখন আর আমার কিছু করার ছিল না,
ট্রেন তার গন্থব্যে পৌঁছানোর পর,
সেই ভুল স্টেশনেই নামতে হলো আমাকে।
সেখান থেকে ফিরে এসে আবার,
আমাকে যেতে হবে সঠিক স্টেশনে।
কিন্তু ভুল স্টেশন থেকে ফিরতে ফিরতে,
আমার সময় গেলো ফুরিয়ে।
আমি আর পৌঁছাতে পারলাম না,
আমার সেই সঠিক স্টেশনে।
আমি এখন বুঝতে পারি,
কেন এতো তাড়াহুড়ো ছিল আমার।
না হলে তো ভুল ট্রেনের টিকেট নিতে হতো না আমার,
সঠিক ট্রেনের অপেক্ষায় বসে থাকতে থাকতে,
না হয় কিছু সময় পেরিয়েই যেতো,
তবুও তো আমি যেতে পারতাম  সঠিক স্টেশনে।
ভুল স্টেশন থেকে ফেরার পথে,
কত লাঞ্ছনাই না সইতে হয়েছে আমাকে।
কত সময় নষ্ট করেছি আমি ভুল ট্রেনে উঠে,
আজ প্রতিনিয়ত আমি নষ্ট হচ্ছি সেই সময়ের কাছে,
এই ভুল টিকেট আমার জীবন থেকে,
সব কিছু যেন নিয়েছে ছিনিয়ে।
আমি আজো সেই ভুলের গন্ডি পেরিয়ে,
পৌঁছাতে পারলামনা সঠিক স্টেশনে।