স্মৃতি হত্যার দ্বায়ে আমি,
ঝুলতে চাই মুক্ত মঞ্চের ফাঁসির কাঠগড়ায়।
আমি দিনের পর দিন স্বৈরাচারী হয়ে,
হত্যা করেছি বহু স্মৃতি,
আমি এখন প্রায়াশ্চিত করতে চাই।
মানব হত্যার দ্বায় যদি হয় ফাঁসির রায়,
তবে আমিও স্মৃতি হত্যার দ্বায় নিতে চাই,
ঝুলতে চাই ফাসির কাঠগড়ায়।

স্মৃতিরা আমার কাছে এসে,
মস্তিষ্কে ভীড় করতো,
মনের মাঝে তুলতো অকূল ঝড়।
আমি এর তান্ডব সইতে পারিনি,
কিন্তু দেইনি কারো কাছে বিচার,
নিজেই শুরু করলাম হত্যা কান্ড।
বহু স্মৃতি হত্যা করে মাটি চাপা দিয়ে দিলাম।
আজ আমি অনুতপ্ত,
দরকার ছিল না স্মৃতি হত্যার।
স্মৃতিরা তো কেবল,
আমার কাছে আসতো একটু সুখ খুঁজতে,
আমি সুখ দিতে না পারলে,
নিজেকে হত্যা করলেও পারতাম।
কেন স্মৃতি হত্যা করলাম?
আজ আমি স্মৃতি হত্যার,
প্রায়শ্চিত করতে চাই।
মুক্ত মঞ্চের ফাঁসির কাঠগড়ায়
তোমরা আমাকে ঝুলিয়ে দাও।