উত্তাল ঢেউয়ের মাঝে ,
ছুঁটে চলে এক সুন্দরী তরুনী ।
ঘুরিয়া ফিরিয়া দেখে সে ,
সুন্দর এই ধরনী।

কত মাধুর্য দিয়া তারে,
গড়িয়াছে রুপ কারিগর।
বুকের মাঝে তারে দিয়াছে ঠাঁই,
দূর নীলনয়না সাগর ।

ছন্দে ছন্দে দোলে সে,  
ছুঁটে বেড়ায় মনেরি আনন্দে।
কখনো হয় জলে ভরাডুবি,
হয়তো কোন দন্ডে।

এই চঞ্চলিনী মায়বীনি,
কখনো আবার করে অভিমান।
তবুও সাগর জলে তার,
শেষ হয়না অভিযান।

গর্ভে সে করে ধারন,
কত শত বস্তু।
এই নিয়ে কভু সে,
হয়না দ্বিধা গ্রস্থ।

দিবা নিশি সদা সে,
বন্দরে বন্দরে দেয় কড়া নাড়া।
তাহার প্রেমে মাতোয়ারা,
নীল জল আর রাতের তারা।

এই মায়াবিনীর বুকে আছে,
কিছু মায়া ভরা ,
তার বুকে তাই বাস করে,
জাহাজকে ভালোবাসে যারা।