তুমি ভেবেছো হারিয়েছো আমায়,
না আমি হারিনি,
না পেয়ে আমি জিতেছি তোমায়।
তোমার যুদ্ধ ছিলো পরিকল্পিত,
আমাকে পরাজিত করার।
অপরিকল্পিত সৈনিক ছিলাম আমি,
এ পরাজয় কি আমার হার?
তোমার সাথে চেয়েছি করতে,
সারা জীবনের সন্ধি।
আর জীবন যুদ্ধে বানালে আমায়,
তোমার প্রতিদ্বন্দী।
প্রতিদ্বন্দী সম্মুক্ষে এসো,
যুদ্ধ হবে আরো একবার।
সযত্নে কেড়ে নাও মোর প্রাণ,
থাকবেনা আমার কোন আবদার।
প্রতিদ্বন্দী আমার প্রাণ থাকতে,
করবো না তোমায় নিরাশা।
দেহে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত,
দিয়ে যাবো তোমায় ভালোবাসা।
প্রতিদ্বন্দী আমি চাই,
বারবার হোক তোমার এ যুদ্ধে জয়।
দেখি আমি কতবার,
আমার এই আত্মার মৃত্যু হয়।
প্রতিদ্বন্দী আরেকটি বার,
সম্মুক্ষে এসো।
অস্ত্রের আঘাতে না হয়,
আরেকটি বার আমায় ভালোবাসো।
প্রতিদ্বন্দী তুমি এসো,
আমার হারে তোমার জয় হোক।
এই অতৃপ্ত আত্মাটা আমার,
চিরতরে ক্ষয় হোক।
প্রতিদ্বন্দী তোমার জয় হোক,
তোমার জয় হোক।