আমি এক মন্দির গড়ব,
যেথায় হবে শুধু প্রণয়ের বিচরণ।
প্রেম দেবতা স্বাক্ষী রেখে,
পুরোহিত শিখাবে প্রণয়ের মন্ত্র জপন।
তোমায় সেথায় করব আহ্বান,
দু কলি মন্ত্র শিখে নিতে।
প্রণয়ের যে কি মহিমা,
তুমি বুঝতে পারবে তাতে।
ছলা কলা লীলা খেলা,
সবি ছিল তোমার মাঝে বিদ্যমান।
প্রণয়ের দু কলি মন্ত্র শিখে,
এবার হয়ো একটু মহীয়ান।
প্রেম দেবতা তুষ্ট করতে,
যজ্ঞবেদী করো প্রিয়।
তুমি সব মোহ ত্যাগ করে,
প্রেমটা শিখে নিয়ো।
মন্দিরে হবে সদাই,
শুধু প্রনয়ের শিক্ষা।
পুরোহিত সর্ব কানে,
দিয়ে দিবে প্রণয়ের দীক্ষা।
আমি সেথায় থাকব দাঁড়িয়ে,
মাথা নত হয়ে।
অপ্রেমীক কে মন্ত্র শিখাতে,
পরে থাকব তার পায়ে।