চিনে নাতো কেউ কারো কেউ চেনা নয়,
এ ভুবনে আছে যাহা সবি মায়াময়।
ছাপে ছাপে গড়া আছে একি কাঠামোয়,
বসতির সীমা রেখা দিয়েছে ঐ দয়াময়।
কায়ার মায়ায় পড়ে বেঁচে সবে রয়,
জগৎ ছাড়িলে আর কেউ কারো নয়।
চিনেছি তাহারে আমি সেও মোরে চিনে,
মায়ায় মায়ায় হয়রে চেনা আরো দিনে দিনে।
একবার যদি কেউ চলে যায় দুনিয়া ছেড়ে,
কায়া তো থাকেনা তার থাকে শুধু মায়া পড়ে।
আপন আপন করে যার লাগি দাও তুমি প্রাণ,
সে যদি যায় চলে দেয়না কেউ আপনের মান।
এ ভবের রঙ্গ মঞ্চে দেখা যায় কত অভিনয়,
ছাড়লে কেউ পৃথিবী হয়ে যায় সে অতি সবিনয়,
দুখের সময় দেখেনা কেহ থাকতে তাহার প্রাণ,
চলে গেলে তবেই তো হয় তাহার যত গুন গান।
এই মায়ার পৃথিবীতে কেউ কারো নয়,
কায়ার মায়ায় পড়ে হয় শুধু একটু অভিনয়।
জীবন্ত প্রাণ সুখেরী লাগি খুঁজে কত উপায়,
মৃত্যু এসে নিয়ে যায় তারে সুখ হয়ে যায় বিদায়।
ধরনী মায়া জাল অন্তলগ্নে কিছু নহে চিরস্থায়ী,
সুখ দুখ সবি যেনো মায়ায় পড়ে রয়েছে অস্থায়ী।
মায়ার জাল পেরিয়ে এ ভুবন করতে হবে ত্যাগ,
ধরনীর মায়া ছেয়ে থাকা দু দন্ডের কালো মেঘ।