অন্ধরা চোখে দেখে না,
যারা দেখতে পায় তারা চোখ খুলে না।
পৃথিবী তিমির অন্ধকার,
সব কিছু আড়ালে লুক্কায়িত।
কেউ কিছু দেখে না,
কেউ কিছু খোঁজে না।
বোবারা শান্ত,
বহুভাষী বক্তারা হয়ে গেছে ক্লান্ত।
কেবল নীরব কথপোকথন,
কারো মুখ ফুটে না।
মস্তিষ্ক জাগিয়ে রেখে ঘুমিয়ে আছে বিবেক,
দেহ ছুটছে মন বুঝতে পারছে,
কেবল বিবেকের ঘরে কেউ ঘন্টা নাড়ছে না।
বিবেকের ঘুম ভাঙালে দন্ডনীয় অপরাধ,
তাই বিবেকহীনের সুপরামর্শ ছাড়া,
পৃথিবী এখন অচল।
পৃথিবীতে বহুযুগ এভাবেই কেটে যাবে,
মানব দেখবে শুধু রঙিন স্বপ্ন।
যখন বিবেক জাগ্রিত হবে,
তখন খুঁজবে ন্যায়পরতা,
হয়তো পৃথিবী তখন ঘুমিয়ে যাবে।