ছেড়ে যাওয়া কত সহজ তাইনা?
মিটাতে হয়না কভু কারো বায়না।
এক পলকেই যায় চলে বাঁধন ছিড়ে,
রেখে যায় স্মৃতি আসে না আর ফিরে।
দুখের অনলে দিয়ে যায় কারাবাস,
চলে যায় যে বুঝেনা সে দুখীর সর্বনাশ।
তার যাওয়ার পথে থাকে কেউ চেয়ে,
অঝোরে ঝড়ে জল তার দুচোখ বেয়ে।
খুব সহজেই চলে যায় হাজার মাইল দূরে,
দেখেনা কত শূন্যতা দুখীর হৃদয় জুড়ে।
কত সহজেই মিটিয়ে দেয় সব লেনাদেনা,
মিটেনা শুধু হৃদয়ে জমে থাকা নীলবেদনা।
অন্যের বুকে গড়ে দেয় কষ্টের ভিটাবাড়ী,
চলে গিয়ে কেনো করে এমন ছাড়াছাড়ি?