.
তিনটি বছর ধরে আমি,
নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি তোমাকে।
আমার মাঝে ভালোবাসার এক,
শৃঙ্গ উদ্ভাবন হয়েছিল।
আর তিনটি বছর ধরে তুমি,
একটি মারণাস্ত্র নির্মান করেছো।
যা নিমিষেই ধসে দিতে পারে,
একটি নিষ্পাপ জীবন
আমি যতটা যতনে গড়ে তুলেছিলাম,
ভালোবাসার সেই শৃঙ্গ।
তার চেয়েও অধিক যতনে,
তুমি নির্মান করেছিলে তোমার মারণাস্ত্র।
যার সম্মুখে ছিল সবি নগন্য।
আমার তিন বছরের ভালোবাসা,
কোন ভাবে তোমাকে,
আটকিয়ে রাখতে পারেনি আমার কাছে।
কেননা?
তোমার অস্ত্র ছিল ,
আমার ভালোবাসার চেয়েও শক্তিশালী।
যার বাঁধার সম্মুখে,
ভালোবাসা দাঁড়াতে পারেন,
নিজেকে ঘুটিয়ে নিয়ে ফিরে এসেছে।
আর তোমার অস্ত্রের প্রহার,
এতোটাই কঠোর ছিল যে,
মৃত্যু যন্ত্রনা সইতে হয়েছে আমাকে।
আমার ভালোবাসা প্রদানে,
মনে হয় কোন ত্রুটি ছিল,
না হয় তুমি অস্ত্র প্রয়োগে ছিলে পারর্দশী
যেখানে ভালোবাসা জিততে পারেনি যুদ্ধে।
তোমার অস্ত্রের আঘাতে,
আমার ভালোবাসার মৃত্যু হয়েছে।
আমি তো সর্বদা জেনেছি,
ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়।
কিন্তু অস্ত্রের যে ধার ক্ষয় না,
তা আমার জানা ছিলো না।
তাই আমি ভালোবাসার হার মেনেছি,
তোমার অস্ত্রের কাছে।
আর আমি জেনেছি ভালোবাসার চেয়ে,
মহা অস্ত্র নির্মান করতে পেরেছো তুমি।
যা দিয়ে ধ্বংস হয় ভালোবাসার ভূমি।
ভালোবাসো ভালোবাসি,
এটাই শুধু জেনেছি আমি।
কিন্তু ভালোবাসার আড়ালে,
ধারণ করেছো মারণাস্ত্র তুমি।