চলে যায় দিন,
তবু চেয়ে থাকি।
তাহারেই খুঁজে,
মোর দুটি আঁখি।

সদা আমি ভাবি,
হয়ে আনমনা।
তবুও তো হয়না,
তার খোঁজ জানা।

ব্যাকুল হৃদয় আমার,
তৃষ্ণায় থাকে।
চিৎকার করে শুধু,
তাহারেই ডাকে।