.
জ্ঞানকে তুমি দাওরে শান,
সর্ব কর্মে থাকে যেন তোমার অবদান।
প্রেম যেন থাকে তোমার হৃদয় ভরে,
বিলিয়ে দিয়ো প্রেম সর্ব প্রাণীর তরে।
ন্যায় যেন থাকে তোমার মাঝে বিদ্যমান,
করিয়ো বিচার সবাইকে রেখে সমান।
ধৈর্য ধরে থেকো হোক যতই তোমার ক্ষয়,
ধৈর্যের ফল যে পরে অতী মিষ্টি হয়।
শিখে নিও তুমি করতে সর্বদা সমর্পন, ভোগে নয় ত্যাগেই সুখ এটাই জানে সর্বজন।
জ্ঞান,প্রেম,ন্যায়,ধৈর্য, সমর্পণ,
যদি থাকে তোমার পারবে করতে তুমি মনুষ্যত্ব অর্জন।