এক দিন দু চোখ বন্ধ হয়ে যাবে চিরতরে,
বুকটা সেদিন চিরে দেখো লাশকাটা ঘরে।
দেখবে কত ভালোবেসে ছিলাম তোমায়,
আর কত যাতনা তুমি দিয়েছো আমায়।

আমার বুকের ভেতর প্রতিটা স্তরে স্তরে,
দেখবে তোমায় রেখেছিলাম কত যতন করে।
তুমিই ছিলে শুধু আমার এই বুক জুড়ে,  
বুকটা সেদিন চিরে দেখো লাশকাটা ঘরে।

তুমি যেদিন বলে ছিলে আমায় ভালোবেসে,
সারাটা জীবন তুমি থাকবে আমারী পাশে।
শূন্য হৃদয় সেদিন আমার হয়েছিল পূর্ণ,
তোমায় পেয়ে আমি হয়ে ছিলাম ধন্য।

আজ তুমি চলে গেছো আমাকে ছেড়ে,
অভিমানে,আক্ষেপে তাই এ হৃদয় গিয়েছে ভরে।
প্রেম চেয়ে তোমার কাছে বেদনাই পেল শুধু মন,
ব্যর্থ হয়ে মন তাই আজ করলো আত্মসমর্পন।

অভিমান সয়ে সয়ে কোন এক নির্জন রাতে,
ভালোবেসে একটা মারণাস্ত্র তুলে নিবো হাতে,
নতুন আশ্রয়ের খুঁজে বিদায় নিবো পৃথিবীর তরে,
দু চোখ সেদিন বন্ধ করে পরে থাকব লাশকাটা ঘরে।