.
    তোমার বাড়ির সামনে দিয়ে যেদিন,
           আমার মরণ যাত্রা যাবে।
           তুমি দূর হতে একটিবার,
          আমায় দেখতে যে পাবে।

        তুমি দূর হতে ফেলবে তখন,
              এক দীর্ঘ নিঃশ্বাস।
          হয়তো সেদিন করবে তুমি,
       আমার ভালোবাসাকে বিশ্বাস।

          এক মুঠো ফুল তুমি দিবে,
          আমার উপর ছুড়ে ফেলে।
      দেখতে যে তা পারবো না আমি,
                আমার দৃষ্টি মেলে।
    
        শেষ বিদায়েও পাবোনা আমি,
             তোমার একটু ছোঁয়া।
ছুঁয়ে দিবে বারবার সেইদিন আমায়,
       শিয়রে জ্বলা সেই ধূপের ধোঁয়া।  

          শ্মশানে তীব্র অনলে যখন,
     জ্বলবে আমার এই নিস্পান দেহ
তোমার ভিতরে যে তখন কত
জ্বলন,
       তা ফিরে আর দেখবেনা কেহ।

হঠাৎ ঝড়ে পরবে তোমার চোখ থেকে,
                 একটু খানি জল।
     ভয় হয় তখন নিভে যাবে নাতো?
          চিতার সেই জলন্ত অনল!

            ধীরে ধীরে হয়ে যাবে
         একদা আমার শেষকৃত্য,
      নিজেকে সামলিয়ে নিয়ো তুমি,
          দেখে আমার ঐ মূহুর্ত।