.
মোর চলার পথে নেমেছে আঁধার,
নেইতো কোন আলো।
এই আঁধার পথের মাঝে কেহ,
একটা প্রদীপ শিখা জ্বালো।
ভেঙে যাক মোর দুরাশা,
কেঁটে যাক ছিলো যত আঁধার।
মোর চলার পথ জুড়ে হোক,
শুধু আলোর সমাহার।
মোর আঁধার পথের অন্তরালে,
লুকিয়ে আছে ভয়।
একটা আলোর প্রদীপ জ্বালিয়ে দাও,
আমি ভয়কে করব জয়।
আলোর পথে করেছি গমন,
তবুও পথে নামিল আঁধার।
তবে কি আঁধার নামিবার কারন,
মোর পথে সৃষ্টি বাঁধার?
এই আঁধার পথ পারি দিয়ে,
আমি যাবো আলোর দেশ।
একটা প্রদীপ শিখা জ্বালিয়ে দাও,
হোক এই আঁধারের শেষ।