পিঞ্জর খুলে পাখি,
মুক্তি দেওয়া যায়।
তবে পাখির স্মৃতি ভুলা,
বড্ড বেশী দায়।

উড়ে গিয়ে পাখিতো,
থাকে মহা সুখে।
বেদনা রয়ে যায়,
শুধু পালকের বুকে।

পাখির জীবন হয়,
তখন মুক্ত স্বাধীন।
থাকেনা সে আর,
পালকের অধীন।

পালক তো কেঁদে মরে,
শুধু হাহাকারে।
তবুও বলে পাখি থাকুক সুখে,
নীল আকাশে উড়ে।