দীর্ঘ থেকে দীর্ঘতরে তোমার ছুটে চলা,
কল কল ঢেউ যেন তোমার কথা বলা।
তোমার ঐ রুপ আহা কিযে মনোলোভা,
পথে পথে যেতে যেতে দেখি সেই শোভা।
তোমার বক্ষ চিড়ে হয় কত আনাগোনা,
জমে আছে তোমার তরে শত লেনাদেনা।
কত প্রাণী বাঁচে হায় তোমার ছায়াতলে,
মৃগদল মেটায় তৃষ্ণা তোমার সচ্ছ জলে।
কখনো জোয়ার কখনো ভাটায় তুমি হও দিশেহারা,
কখনো আবার তোমার সাথে মিশে মেঘধারা।
দুই ধারে তরুর বনে পাখিরা ডাকে ক্ষণে ক্ষণে,
দেখিয়া এই রুপ জাগে প্রেম পথিকের মনে।
যেতে যেতে তোমার সাথে ফুরায় আমার বেলা,
ফিরে আসি নীড়ে আমি শেষ করে ছিল যত খেলা।
এমনি করে জনম ভরে তুমি ছুটে চল নিরবধি,
তোমার তরে রেখে গেলাম কিছু স্মৃতি হে মিসিসিপি নদী।