কেঁদে উঠে ভূমি খানি,
মোর পদতলে।
শুধায় এই কথা খানি,
কত ব্যথা দিবে মোর উপর চলে?
তুমি কি সয়েছে কভু,
এতো ব্যথার সমাহার?
আমায় তো সদা দিচ্ছো ব্যথা,
করে তোমরা পারাপার।
আমি তো তবু,
নিয়েছি সবি মেনে।
শত ব্যথার পরেও,
তোমাদের নেই বুকে টেনে।
তবে তোমার কেন,
একটু ব্যথায় কর হাহাকার?
আমার দিকে তাকিয়ে,
দেখিতে পারনা একটিবার।
আমারও তো আছে ব্যথা,
তবে ঝরাই না চোখের জল।
সয়ে সয়ে ব্যথা গুলো,
চোখ করে টলমল।
আমি যে ভূমি,
পারিনা বলিতে কথা।
তাই বলে কি আমায়,
দিয়ে যাবে এত ব্যথা?
আমি বলি আমার মত,
তোমরা একটু শিখো।
ব্যথা পেলে নিজে একটু,
ধৈর্য ধরে থাকো।
আমার কান্না যেমন,
ভুবনে দেখেনা কেউ।
তুমিও দেখিয়ো না কাউকে,
বুকে থাকুক যত ব্যথার ঢেউ।