প্রিয়তমা,
তুমি মনের ব্যাবসা ছেড়ে দাও।
বরং তুমি দেহ ব্যাবসায়ী হয়ে যাও।
প্রিয়তমা,
তুমি নিরীহ পুরুষের মন ভাঙা ছেড়ে দাও।
বরং কিছু পুরুষের অর্থ কড়ি ভেঙে দাও,
প্রিয়তমা তুমি নষ্ট হয়ে যাও।
প্রিয়তমা,
যে তোমার মন ছুঁতে চায়,
তুমি তার হাতে তোমার মাংসপিণ্ড ধরিয়ে দাও।
প্রিয়তমা তুমি চরিত্র সীমার নিচে নেমে যাও।
প্রিয়তমা,
কিভাবে করো অন্যের মন এমন ক্ষত?
যা দেখে পতিতাও বলে,
আজ আমি লজ্জিত।
প্রিয়তমা,
তুমি পতিতার উর্দ্ধে চলে যাও,
পতিতার সম্মান বাঁচাও।
প্রিয়তমা,
তুমি নষ্ট হয়ে যাও,
তুমি নষ্ট হয়ে যাও।